ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা-সংস্কৃতি যদি টিকিয়ে রাখতে না পারি তাহলে ক্ষুদ্র জাতিগুলো অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রাঙ্গামাটি জেলা পরিষদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা সঠিক ভাবে পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
রোববার (২ জুন) দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে চাকমা, মারমা ত্রিপুরা, পাংখোয়া, তঞ্চ্যাঙ্গা ভাষার শিক্ষা কার্যক্রম চালুর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলায় বসবাসরত পাংখোয়া জনগোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের পাংখোয়া ভাষা শিক্ষা প্রদান কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
পাংখোয়া সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ-সভাপতি আর দৌলইমিয়ানা পাংখোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, গীলগাল গীর্জার সভাপতি রোনেসাম পাংখোয়া।
এর আগে রাঙ্গামাটি সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে চাকমা ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।