মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত শনিবার (১ জুন) বিকেলে বিভাগীয় পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে চাটমোহরে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ‘খ’ সার্কেল ঈশ্বরদী কর্তৃক গঠিত একটি রেইডিং পার্টি শনিবার বিকেলে চাটমোহর পৌরসভার নতুন বাজার জারদিস মোড়ে একটি সিএনজি তল্লাশী করলে দুটি ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি গাঁজা উদ্ধার হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেঅ লালমনিরহাট জেলার পুনাঘাট ইউনিয়নের বনগ্রামের মৃত আঃ সোবাহানের ছেলে মজনু মিয়া (৫০)। জিজ্ঞাসাবাদে সে জানায় সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। এ ঘটনায় চাটমোহর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।