পাবনার চাটমোহরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রশাসনের সামনেই প্রকাশ্যে চলছে নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটা। সেই বালু দিয়ে ভরাট করা হচ্ছে বিভিন্ন পুকুর ও খাল। মাটি যাচ্ছে বিভিন্ন এলাকায় স্থাপিত অবৈধ ইটভাটায়। নদীকে করা হচ্ছে ধ্বংস। পরিবেশ হচ্ছে বিপন্ন। মোটা টাকায় বিক্রি করা হচ্ছে বালু ও মাটি। উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে প্রভাবশালী একটি চক্র ১৫ দিনের বেশি সময় ধরে বড়াল নদীতে ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করছে। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়াল নদী থেকে ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। হুমকির মুখে পড়েছে নদীর তীর ও আশপাশের বাড়ি-ঘর, জমি। নদীর তীরবর্তী বাসিন্দারা বারবার বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোন ফল পাচ্ছেনা। এ ছাড়া উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ^র এলাকায় বড়াল নদীতে এস্কেভেটর (ভেকু মেশিন) লাগিয়ে মাটি কাটা শুরু করেছে প্রভাবশালী মহল। গত বৃহস্পতিবার থেকে প্রকাশ্যে এই মাটি কাটা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এহেন কর্মকা- পরিচালিত হচ্ছে।
এদিকে বড়াল নদীর বালু উত্তোলন বন্ধের আবেদন জানিয়ে বারবার স্থানীয় প্রশাসনকে এলাকাবাসী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আবেদনপত্র দিলেও প্রশাসন কোন রকম ভ্রুক্ষেপ করেনি। বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের দাবিতে বাপা ও বড়াল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে সম্প্রতি সংবাদ সম্মেলন করাসহ মানববন্ধন ও প্রতিবাদ সভাও করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন না করায় ক্ষোভ প্রকাশ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ। আদৌও এই বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ হবে কিনা, তার উৎর মেলেনি। এদিকে উপজেলার ছাইকোলায় সাবেক ইউপি সদস্য কাজী মোশারফ হোসেন ভেকু মেশিন দিয়ে ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন। মাটি পরিবহণের গাড়ির কারণে নষ্ট হচ্ছে রাস্তা ঘাট।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রেদুয়ানুল হালিম বলেন, আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে এক্সেভেটরের ব্যাটারি খুলে নিয়ে এসেছি। নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।