ময়মনসিংহ সদর উপজেলার মনতলা সেতুর নিচে পলিথিনে মোড়ানো খন্ডিত মাথা। কাছেই নদীর পানিতে মিলল ফ্রিফকেস। একটি নেভী ব্লো ফ্রিফকেস ভর্তি মরদেহটির দুই পা ও মাথা শরীর থেকে আলাদা করা ছিল। পুলিশের ধারনা এইটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এমন ঘটনায় খবর দেয়া পুলিশে। পুলিশ পলিথিন খুলে দেখতে পায় খন্ডিত রক্তাক্ত মাথা। পাশেই নদীর পানির কচুরী পানার মধ্যে ব্রিফকেস। ব্রিফকেস খুলতেই মিলল দুই পা বিছিন্ন মাথার বাকী অংশ। মরদেহের সাথে পাওয়া গেল দুটি বালিশ, পর্দা। ব্রিফকেস ভর্তি মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে ভিড় করে শত শত নারী পুরুষ। তারাও এমন হত্যাকান্ডের বিচার দাবী করেন। স্থানীয় বাসিন্ধা বাবলু মিয়া জানান, আমার ৬০ বছেের জীবনে এমন নৃশংস হত্যাকান্ড দেখিনি। মানুষ কত নির্মম হলে এমন কাজ করতে পারে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির জানান, খবর পেয়ে পুলিশ, ডিবি, পিবিআই, সিআইডি ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে। আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এই ব্যাক্তিকে অন্য কোনো জায়গা হত্যা করে মবদেহটি ব্রিজের উপর থেকে এখানে ফেলে রাখে।