ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় কালীগঞ্জ শহরের নিশ্চিতপুরে এ কর্মসূচির আয়োজন করে পৌরসভা এলাকার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগ্রঠন।প্রায় দেড় ঘণ্টাব্যপী চলা এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিক ঠান্ডু, ইউপি চেয়ারম্যার ওহিদুজ্জামান ওদু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা, এমপি আনার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেইসঙ্গে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। মূলহোতাসহ জড়িতদের দ্রুুত েেগ্রফতারকরা না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।