জমকালো আয়োজনের মধ্যদিয়ে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের (বিএসএফ) নবগঠিত কমিটির অভিষেক ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সকল দশটা থেকে শুরু হয়ে তিনপর্বের এ অনুষ্ঠান চলে রাত দশটা পর্যন্ত।
নগরীর প্লানেট ওয়ার্ড পার্কের সুগন্ধা ভিলেজে শনিবার (১ জুন) এ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সংগঠনের সদস্য পেশাজীবী সাংবাদিকগণ ও তাদের পরিবারের সকল সদস্যদের অংশগ্রহণে ভিন্ন আবহের সৃষ্টি হয়েছিলো। সংগঠনের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে প্রথমপর্বের অভিষেক অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়রপতœী লুনা আব্দুল্লাহ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দ্বিতীয়পর্বের বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান। তৃতীয়পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।