পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় মেডিকেল অফিসার না থাকা চিকিৎসা নিতে রোগীদের দূভোর্গ। চিকিৎসক না থাকায় ফার্মাসীট দিয়ে বহিঃ বিভাগে চিকিৎসাসেবা প্রদান করছে।
হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্যানুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৫ সালে ৩১ শর্যা থেকে ৫০ শর্যায় উন্নীত করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট ও সহকারী সার্জনসহ ২৮জনের পদ বিদ্যমান। কিন্তু ২৮ জনের স্থলে মেডিকেল অফিসার আছে ৩ জন তদ্মধ্যে আবাসিক মেডিকেল অফিসার (ভার.) পদে একজন নিয়োজিত। বর্তমানে আবাসিক মেডিকেল অফিসার সহ মোট ২৩ জন চিকিৎসের পদ শূন্য। এরমধ্যে জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (সার্জারী), জুনিয়র কনসালটেন্ট (চুক্ষু), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (অর্থো), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিও), জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া), জুনিয়র কনসালটেন্ট (শিশু), জুনিয়র কনসালটেন্ট (যৌন ও চর্ম) এবং সহকারী সার্জন (ইএমও), সহকারী সার্জন (প্যাথোলোজী), সহকারী সার্জন (এনেসথেসিয়া), এমও (হোমিও/আর্য়ুবেদিক) চিকিৎসকের পদ কয়েক বছর ধরে শূন্য রয়েছে। ফলে ০২জন উপ-সকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পাশাপাশি ফার্মাসীটদের দিয়ে জরুরী বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসাসেবা প্রদান করছে। দেশের সর্বউত্তরের তেঁতুলিয়া উপজেলা প্রায় ২ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে।
পরিসংখ্যানের তথ্য মতে, হাসপাতালে বহিঃর্বিভাগে প্রতিদিন গড় প্রায় ৩ শতাধিক রোগী এবং জরুরীবিভাগে ৫০ থেকে ১০০জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। জরুরীবিভাগে আসা রোগীর মধ্যে ২০ থেকে ২৫জন আন্তঃবিভাগে ভর্তি থাকেন। কিন্তু হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত না হওয়ায় ভর্তি রোগীদের বেডের সংকুলান হয় না। ফলে অনেক ভর্তিরোগী বেডের অভাবে বারান্দার ফ্লোরে ভর্তি থেকে চিকিৎসাসেবা নিতে হয়। এক্ষেত্রে অনেক রোগীকে ফ্লোরে থাকার জন্য মেট্রেজও পাই না। ফলে অনেক মা ও শিশু রোগীর চিকিৎসাসেবা নিতে দূভোর্গ পোহাতে হয়।
তেঁতুলিয়া হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার (ওটি) থাকলেও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক, এন্সেথেশিয়া চিকিৎসক, সার্জারি চিকিৎসক না থাকায় অনেক অন্তঃস্বত্তা মা’কে জরুরী ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। একইভাবে উপ-স্বাস্থ্য কেন্দ্র তিরনইহাট, কালান্দিগঞ্জ ও ভজনপুরে মেডিকেল অফিসার (এমবিবিএস) নাই। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মেডিকেল অফিসার না থাকায় সাধারণ মানুষ মৌলমানবিক অধিকারগুলোর মধ্যে অন্যতম চিকিৎসা সেবা পেতে বঞ্চিত হচ্ছে।
রোববার সকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বললে, তেঁতুলিয়া সদরের মমিনপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধার স্ত্রী জমিলা বেগম (৬০) জানান, শরীরের ব্যথা, মাথা ঘুরছে এজন্য ডাক্তার দেখবা আসনু। হাতও দেখিল নাই; কহিল কোন সমস্যা নাই। এজন্য মোক ওষুধ দিল নাই।
আজিজনগর গ্রামের মকবুল হোসেন (৫৫), পেশায় একজন কৃষক। তিনি জানান পায়ের সমস্যায় চিকিৎসা নিতে এসেছি। কোন মেডিকেল অফিসার না পেয়ে পশ্চিমের রুমে এক স্যারকে দেখালাম। তিনি ওষুধ লিখে দিলেন; দুটো হাসপাতালে পেলাম আর এন্টিবায়োটিক কিনে খেতে বলেছে।
তেঁতুলিয়া সাহেবজোত গ্রামের আল মামুন (২৮) পেশায় একজন পাথর শ্রমিক। তিনি বলেন, শরীরে জ¦র-মাথা-ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। মেডিকেল অফিসার নাই; একজন দেখে ওষুধ লিখে দিল। হাসপাতালের ফার্মেসী থেকে ওষুধ নিয়ে দেখি মেয়াদ উত্তীর্ণ; বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে জানালে তিনি সেই ওষুধ রেখে আমাকে অফিস সহকারীর মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ কিনে দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম রুহুল আমিন বলেন, হাসপাতালে বেশিভাগ মেডিকেল অফিসারে পদ সহ গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য থাকায় জরুরী ও বহিঃবিভাগে ফার্মাসীট ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে যথাসাধ্য চিকিৎসা সেবা প্রদানে হিমসীম খেতে হচ্ছে। তবে হাসপাতালে মেডিকেল অফিসারের পদায়ন চেয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে পত্র দেয়া হয়েছে। এ ছাড়া বহিঃবিভাগে রোগীদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রদানের বিষয়টি দুঃখজনক। বিষয়টি অবগত হওয়ার পর দায়িত্বরত ফার্মাসীটকে অন্যত্র বদলী করা হয়েছে।