কাহারোলে খরচ কম, লাভ বেশি বস্তায় আদা চাষ ঝুকেছেন কৃষকেরা। ঐষধিগুন সম্পুর্ণ মসলা জাতীয় ফসল আদা চাষে স্বপ্ন বুনছেন কাহারোল উপজেলার আদা চাষীরা। বাড়ির পিছনে পতিত জমি, অনাবাদি জায়গায়, আম বাগানের ছায়াতলে কৃষকেরা বস্তায় আদা চাষ শুরু করেছেন। ইতোমধ্যে আদার গাছগুলি বেড়ে উঠা শুরু করেছে। হয়তো বছরের শেষে ভালো আদা সংগ্রহ করতে পারবেন এমনটাই আশা করছেন আদা চাষীরা। খাবারে স্বাদ বাড়াতে আদার জুড়ি নাই। ওষুধ শিল্পে কাচামাল হিসেবে আদার চাহিদা ব্যাপক। তাই সারাবছর ভক্তার কাছে আদার চাহিদা অনেক বেশি থাকে। সরোজমিনে দেখা যায় উপজেলার বাহারপুর গ্রামের দিপীকা রানী ১ শত বস্তা আদা চাষ করেছেন, মির্জাপুর গ্রামের তপন চন্দ্র রায় ২ শত বস্তা আদা চাষ করেছেন, শংকরপুর গ্রামের মমিনুল ইসলাম বস্তায় আদা চাষ করেছেন ১ শত বস্তা, ঈশানপুর গ্রামের খালিকুর রহমান বস্তায় আদা চাষ করেছেন ৫ শত বস্তা এবং একই গ্রামের জগত চন্দ্র রায় ৬ শত বস্তা আদা চাষ করেছেন। কৃষকেরা জানান, প্রতি বস্তায় খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা। তারা আশা করছেন ভালো উৎপাদনের। তারা আরও বলেন, বস্তায় দেশী ও বিদেশী ২ ধরনের আদা চাষ করা হয়েছে। বস্তায় আদা চাষ তুলনামূলক রোগ বালাই ও খরচ কম। ছায়া মুক্ত হওয়ায় খরার কোন প্রভাব পড়ে না।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহান বীশ বলেন, বস্তায় আদা চাষ এ এলাকার নতুন পদ্ধতি। এই এলাকায় আগে অনেকেই এই পদ্ধতিতে আদা চাষ করতো না। বর্তমানে এখন বস্তায় আদা চাষ একটি আধুনিক পদ্ধতি। যা ফল বাগানে পতিত জমিতে বসত বাড়ির আনাচে-কানাচে এমনকি বাড়ির ছাদে চাষ করা যায়। যা প্রচলিত চাষাবাদের চেয়ে ফলন বেশি হয়। এই পদ্ধতিতে আদা চাষ করে কৃষকেরাও লাভবান হবেন দেশের বাজারে অনেকটাই চাহিদা পুরন হবে।