দুই শতাধিক কর্মীসভা, উঠান বৈঠক ও পথসভা করেছেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক (আনারস প্রতীক)। তিনি প্রতিটি উঠান বৈঠক ও পথসভায় ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছেন। তৃতীয়বার নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়ন করে স্মার্ট উপজেলা গড়বেন। উপজেলার দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে পথসভায় আনারস প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আগামী ৫ জুন বুধবার চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৩ জুন) রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। সবমিলে মাঠে প্রার্থীরা প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। হাট-বাজার থেকে শুরু করে চা-স্টলে যাচ্ছেন প্রার্থীরা। শেষ সময়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের বাড়িতে ছুটছেন। ভোটযুদ্ধে অংশ নেওয়া চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক (আনারস), উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আ: গফুর (দোয়াত কলম), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হজ্জাজুল ইসলাম (মোটর সাইকেল) ও কমিউনিস্ট পার্টির সদস্য আতিকুর রহমান আতিক (ঘোড়া)। ভাইসচেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইসচেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন (তালা) ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রায়হান নেতা (টিউবওয়েল)। মহিলা ভাইসচেয়ারম্যান পদে ২জন প্রার্থী হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ভাইসচেয়ারম্যান রুকশানা বারি রুকু (ফুটবল) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক সুলতানা নাসরিন (কলস)।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আজিজার রহমান বসুনিয়া জানান, উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪০১ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৪৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। আগামী ৫ জুন বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০১টি কেন্দ্রের ৮৭৯টি বুটে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অফিসার নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেছেন।