দিঘলিয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা মূলক সভা ও মৎস্য চাষীদের মাঝে ৪র্থ ধাপে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মৎস্য চাষীদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান মোঃ গাজী জিয়াউর রহমান জিয়া, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফাহিমা নাসরিন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, সহকারী মৎস্য কর্মকর্তা মহাসিন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক এস এম মেহেদী হাসান, সৈয়দ জাহিদুজ্জামান, মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চলতি অর্থবছরে ইতঃপূর্বে ৩ ধাপে মৎস্য চাষীদের মাঝে উপজেলা মৎস্য অফিস ৪৮ টি বকনা বাছুর এবং বৃহস্পতিবার ১৬টি বকনা বাছুর সহ মোট ৬৪টি বকনা বাছুর বিতরণ করা হয়। এর পূর্বে গত দুই অর্থ বছরে ৩০টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয় জেলেদের মাঝে।