উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দনের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবরে লিখিত অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের রংপুর জেলা কমিটির সহ-সভাপতি ও কাপ পিরিস মার্কার প্রার্থী ফজলে রাব্বি সুইট।
লিখিত অভিযোগে ও কাপপিরিস মার্কার প্রার্থী ফজলে রাব্বি সুইট জানান, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দন একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি নানান অনিয়ম ও নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছেন বলে নিজে নিজে বলে বেড়ান। তার টাকার অহংকারে নানান ধরনের হুংকার দিচ্ছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপ বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার প্রার্থী হাসান তবিকুর চৌধুরী পলিনের পক্ষ নিয়ে তিনি ভোট চাওয়ার পাশাপাশি নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট না দিলে তাকে দেখে নেবেন বলে হুমকি দিচ্ছেন। তার কারণে ভোটাররা শংকিত হয়ে পড়েছেন।
ফজলে রাব্বি সুইট আরো জানান, আবুল হাসনাত চৌধুরী চন্দন প্রকাশ্য বলে বেড়াচ্ছেন যে আমার বড় ভগ্নিপতি মাহাবুবার রহমান সরকার নির্বাচন কমিশনের যুগ্ন সচিব আইন বিভাগের দায়িত্ব রয়েছেন। তাই আমাদের কোন ভয় নেই। ৫ জুন বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমরা একটি ভোট পেল চেয়ারম্যান নির্বাচিত হব। আমার ভগ্নিপতির কারণে নির্বাচন কমিশনের কেউ হাসান তবিকুর চৌধুরী পলিনের মোটরসাইকেল প্রতীকের বিপক্ষে কথা বলতে পারবে না এ কারণেই একটি ভোট পেলেও বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন পলিন চৌধুরী।
সুইট জানান, টিসিবির অতিরিক্ত পরিচালক কখনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে কারো পক্ষে ভোট চাইতে পারে না তারপরেও তিনি আইন ভঙ্গ করে নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আমরা এ কারণে নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।
ফজলে রাব্বি সুইট আরো জানান,নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মাহাবুবার রহমান সরকারের স্ত্রী মাসমুদা চৌধুরী মিতা তিনিও প্রকাশ্যে তার স্বামীর প্রভাব দেখিয়ে ভোট চাচ্ছেন এবং যারা ভোট দেবেন না তাদেরকে নানান ভয়ভীতি দেখাচ্ছেন। চন্দন ও মিতার হুমকি দেওয়া ভোট চাওয়ার অনেক ভিডিও রেকর্ড এবং তাদের বিরুদ্ধে নানান অভিযোগ ভোটাররা রেকর্ড করে আমাদেরকে দিচ্ছেন।
সুইট জানান বিভিন্ন নির্বাচনী সভায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পলিন চৌধুরী বদরগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরীর বিরুদ্ধে নানান অশালীন কথাবার্তাসহ প্রকাশ্যে হুমকি দিচ্ছেন আমরা সে বিষয়গুলো নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছি।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৈর মেয়র টুটুল চৌধুরী জানান, দলীয় সিদ্ধান্তে আমরা ফজলে রাব্বি সুইট কে বদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদে ইতঃপূর্বে ঘোষণা দিয়ে দলীয় নেতাকর্মীসহ মাঠে নেমেছি। জনগণের ব্যাপক সাড়া পাঁচ্ছি। আশা করি তৃতীয় বারের মতো ফজলে রাব্বি সুইট বিপুল ভোটে বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। নির্বাচন কমিশন ইতঃপূর্বে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করেছেন। বদরগঞ্জেও ৫ জুন অবাক নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ।
তবে মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষ নিয়ে টিসিবির পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দন যেভাবে ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছেন ও নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন এতে করে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তিনি আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের আতঙ্ক সৃষ্টি করছেন। আমরা তার বিষয়গুলো তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করি তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে টিসিবির অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দন বলেন, আমি প্রকাশ্য কোথাও গিয়ে ভোট চাইনি কেউ যদি এমন অভিযোগ দেখাতে পারে আমি তার কাছে চ্যালেঞ্জ করব। আমি বদরগঞ্জে এসেছি তবে কখনো ভোট চাওয়ার জন্য বাহিরে যায়নি। যদি আমাকে নিয়ে কেউ মিথ্যা রিপোর্ট করে আমি তার বিরুদ্ধে মামলা করব।
এ ব্যাপারে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, ইতঃপূর্বে অভিযোগগুলো আমরা আমলে নিয়েছি এবং কারণ দর্শানোর নোটিশও দিয়েছি। এখনও কেউ যদি কোন অভিযোগ আমাদেরকে দেন তাহলে আমরা ঐ অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।