সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা পিএফজির উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল তিনটায় মাহবুবা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল ধরণের সংঘাতকে এরিয়ে চলার ঘোষণা দেন।
অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দোলন রানী তালুকদার, জেসমিন আক্তার, আনোয়ার হোসেন।
শান্তিগঞ্জ পিএফজির জাতীয় পার্টির পিস এ্যাস্বাসেডর হারুন মিয়ার সভাপতিত্বে এ বিএনপির পিস এ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্রদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের সমন্বয়কারী মিছবাহ উদ্দিন।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মোজাম্মেল হক। নাগরিক প্রত্যাশা যাচাই শেষে অতিথিরা বক্তব্য রাখেন।
চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভি বলেন, আমরা কয়েক ধাপের উপজেলা নির্বাচন দেখেছি। এবার নির্বাচনের সফলতা হয়েছে কোন ধরনের সংঘাত সংঘর্ষ ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ জুন শান্তিগঞ্জের শান্তিপ্রিয় মানুষ ভোট উৎসবে অংশ নিয়ে জননেত্রী শেখহাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা উন্নয়নের পক্ষে রায় দেবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এ এলাকার মাটি মানুষ আমার প্রিয় তাই বিদেশের উন্নত জীবন রেখে আমি আমার প্রিয় মানুষদের কাতারে দাঁড়াতে এসেছি। আমি আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে আমার পিতার মতো আমিও আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করবো।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দোলন রানী তালুকদার, জেসমিন আক্তার, আনোয়ার হোসেন তারা ভোটারদের কাছে ভোটচান এবং সংঘাত মুক্ত নির্বাচনের ওয়াদা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনন শান্তিগঞ্জ পিএফজির সদস্য সিরাজ মিয়া, লিটন মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলা, সহিংসতা পরিহার করা ও জন অধিকার বাস্তবায়ন বিষয়ক অঙ্গীকার নামা পাঠ করান সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মিছবাহ উদ্দিন।
ওই অঙ্গীকার করার পর প্রার্থীরা হাতে হাত রেখে অঙ্গীকারের প্রতি সংহতি প্রকাশ করেন। সঞ্চালক ভোটারদের শপথ করান। পরে ভোটারদের প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।