পটুয়াখালীর বাউফলে ১ কেজি গাঁজা সহ ২ গাজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল বাউফল উপজেলার পশ্চিম বিলাস গ্রামের মৃতঃ সেলিম মৃধার ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৫) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রামকৃষ্ণদি গ্রামের মৃতঃ সেলিম বশিরের স্ত্রী মোসাঃ আনোয়ারা বেগম(৬০)। দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাউফল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ (১ লা জুন) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় বাউফল থানার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাউফল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকা থেকে এদেরকে ১ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিত কুমার গায়েন সাংবাদিকদের জানান ধৃত ২ গাঁজা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।