গাজীপুরের কাপাসিয়ায় পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
হত্যা করা হয়েছে কাপাসিয়া উপজেলার দেওনা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আসাদ উল্যা (৪০) কে। সে ওই গ্রামের মৃত আহমদ আলী ভূঁইয়ার পুত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন, স্ত্রী মোছাঃ তানিয়া আক্তার (২৮), তানিয়ার ভাই মোঃ সাদ্দাম (৩০) ও তাদের পিতা মোঃ আঃ বাতেন (৬০) সকলেই কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মামলার বাদী ও নিহতের ভাগিনা অহিদুল ইসলাম শ্যামল জানান, আমার একমাত্র মামা আসাদ উল্যা একজন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। তাঁর সাথে আনুমানিক নয় বছর পূর্বে তানিয়া আক্তার বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যাসন্তান আনিকা(৭) ও ছেলে সন্ধান আদিপ(৪) জন্মগ্রহণ করে। আমার মামা বিদেশ থাকার সময় তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে।
এ খবর আমার মামা জানতে পারে। পরে সিঙ্গাপুর থেকে ফোনে তার স্ত্রী কে বুঝানোর চেষ্টা করে। মামী আমার মামার কথায় কর্নপাত না করে সকলের অগোচরে তার দুই সন্তানকে সাথে নিয়ে ঘরে থাকা ব্যবহার্য জিনিসপত্র, নগদ টাকা ও ০২ ভরি স্বর্নালংকার নিয়ে মামার বাড়ি থেকে চলে যায়। সিঙ্গাপুরে থেকে আমার মামা এই সংবাদ জানার পর ১৮ এপ্রিল ০২ মাসের ছুটি নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসেন। তিনি দেশে এসে আমার মামী ও মামীর পরিবারের লোকজনদেরকে বুঝিয়ে মামিকে তার কাছে নিয়ে আসার চেষ্টা করে। এ সমস্ত বিষয়ে নিষ্পত্তির জন্য মামীর (মামার শ্বশুরবাড়ি) বাড়ীতে শালিশ করা হয়। কিন্তু শালিশীতে কোন সমাধান না হওয়ায় আমার মামা তার নিজ বাড়ীতে চলে আসে ও আমার মামী তার বাবার বাড়িতেই রয়ে যায়।
এর কিছুদিন পর ৭ মে রাত দশটার সময় আমার মামার ব্যবহৃত মোবাইল নম্বর ফোন করে মামী যেতে বলে। এই যাওয়ার বিষয় নিয়ে ওই ওয়ার্ডের মেম্বর আবু সায়েমকে ফোন করে আমার মামা জানায় তার শ্বশুর বাড়ীতে যাবে কিনা। আবু সায়েম তাকে সেখানে যেতে বলে। পরে আমার মামা তার শ্বশুর বাড়ীতে যায়। ঐদিন রাত সাড়ে বারোটার দিকে মামী আমাকে ফোন করে জানায় আমার মামা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। মামীকে বলি মামাকে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মামাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর মিয়া বলেন, পুলিশ এই ঘটনার সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া যায়। প্রথমে একটি অপমৃত্যু মামলা হলেও পরে এটি হত্যা মামলা হয়েছে। নিহতের ভাগিনা ছয় জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। এই হত্যা মামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত আছে।