চাঁদ ওঠেনি, কিন্তু ঘনিয়ে আসছে পবিত্র ঈদণ্ডউল-আযহা। আর ঈদণ্ডউল আযহার কয়েকদিন বাকি থাকলেও রংপুরের পীরগাছায় কোরবানীর পশু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খামারী ও কৃষকরা। কুরবানিযোগ্য পশুকে বিক্রির জন্য শুরু হয়েছে তোরজোড়। ঠিক তেমনি ৩০টি দেশীয় জাতের ষাড় গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন আরএম এগ্রো ফার্ম। উপজেলার চালুনিয়া গ্রামের খামারী সাইফুল ইসলামের এই ফার্মটিতে ২০১৯ সাল থেকে দেশীয় জাতের ষাড় গরু পালন করা হয়।
কোন রকম ক্ষতিকর গ্রোথ হরমোন ব্যবহার ছাড়াই নিবিড় পরিচর্যা, নিজ উৎপাদিত নেপিয়ার খাস, ভূষিসহ সব ধরণের দানাদার মিক্স খাবার খাওয়ানো হয় এ গরুগুলোকে।
কোরবানীর ঈদকে সামনে রেখে গত শুক্রবার দুপুরে এই খামার ও গরু দেখতে আসেন রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক, জেলা ট্রের্নিং কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু, উদ্যোক্তা রওশন মামুন তুষার, ছাত্রলীগ নেতা ওয়াসিম আহমেদসহ অনেকে।
‘আরএম এগ্রো ফার্ম’ এর কর্ণধর সাইফুল ইসলাম বলেন, সে নিজ উদ্যোগে এই খামার করেন। গত বছরগুলোতে গরুর ব্যবসা ভালো হয়েছে। বর্তমানে তার খামারে ৩০টি দেশীয় জাতের গরু রয়েছে। কোন ধরনের মরমোন ছাড়াই দেশীয় মিক্স খাবারে এই গরু পালিত হয়েছে। তার মতে বিদেশী বড় গরুর চেয়ে দেশী গরুর চাহিদা অনেক বেশি। সবাই কিনতে পারে। তাই তিনি বার বার দেশীয় জাতের গরু লালনপালন করেন।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, পীরগাছায় গরু, ছাগল, ভেড়াসহ ৩৭ হাজার ৯৭৯টি পশু কুরবনির জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু এ উপজেলায় চাহিদা রয়েছে ১৯ হাজার ৩৫৩টি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুছ ছালাম বলেন, কোরবানীর পশুর কোন কমতি নেই। উপজেলার প্রতিটি হাটে মোবাইল টিম কাজ করবে, পশু ক্রয় করতে কোন সন্দেহ করলে আমাদের সহযোগিতা নিতে পারবে।