পত্রিকায় সংবাদ প্রকাশের পর গাত্রদাহ শুরু হয়েছে শিক্ষক অনুপম রায়ের। নিজের অপকর্ম ঢাকতে খুলনার একটি পত্রিকায় মনগড়া প্রতিবাদ ছাপিয়ে এলাকায় আরো বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। এ যেন ‘শাক দিয়ে মাছ ঢাকা’র অপচেষ্টা। অর্থাৎ তুচ্ছ কারণ দেখিয়ে অপরাধ গোপনের চেষ্টা করা। এদিকে অনুপম রায়সহ ৫ জনের নামে খুলনা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যার চেষ্টা, নারী নির্যাতনসহ ৮টি বিভিন্ন ধারায় মামলা দাখিল করেছেন ভুক্তভোগী বিউটি রায়।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা অনুপম রায়। তিনি ডুমুরিয়ার কেসিএস মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং নবরূপ আদর্শ বহুমুখি সমবায় সমিতির সাবেক কর্তা ব্যক্তি। মূলত সমিতির একটি অফিস ঘরের জায়গা নিয়ে জমির মালিক অনুপ গোলদারের সাথে তার বিরোধ রয়েছে দীর্ঘদিনের। তারই জের ধরে গত ২০ মে সন্ধ্যার দিকে জমির মালিকের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে অনুপ গোলদারের স্ত্রী বিউটি রায়সহ তার পরিবারের সদস্যদের উপর হামলা করে অনুপম গোলদারসহ তার সঙ্গীরা। ওই ঘটনা কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে গাত্রদাহ উঠে অনুপমের। তিনি শুক্রবার মিথ্যা কল্প কাহিনি সাজিয়ে খুলনার একটি পত্রিকায় প্রতিবাদ জানিয়েছেন। অনুপ গোলদারকে মেরে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে পত্রিকায় প্রতিবাদ দিয়ে অনুপম রায় নিজেকে আরো বিতর্কের দিকে ঠেলে দিয়েছে বলে এলাকার মানুষের মন্তব্য।
অনুপ গোলদার জানায়, ‘হামলা করে আমার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। ওরা আমার বাড়ির আসবাবপত্র ভাংচুর করেছে। আমার একটি গোডাউন ঘর নবরূপ সমিতি নাম ভাঙ্গিয়ে জোর পূর্বক দখলে রাখার চেষ্টা করছে ওই অনুপম।
তিনি বলেন, ২০১৪ সালে সমিতির নিকট থেকে ১লাখ ২০ হাজার টাকা নিয়ে ভারতে যাই আমি। আসতে দেরি হওয়ায় সমিতির লোকজন আমার গোডাউন দখল করে নেয়। আমি বাড়ি ফিরে এসে ঘরের ভাড়া কেটে রেখে সমূদয় টাকা পরিশোধ করে ঘরটি আমার দখলে এনেছি। কিন্তু শুধুমাত্র অনুপম রায় জোর পূর্বক আমার ঘরটি অবৈধভাবে তার দখলে রাখার পায়তারা করছে। যা সমিতি কর্তৃপক্ষ জানেনা।’
এ বিষয়ে নবরূপ আদর্শ বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনাদি মন্ডল জানান, ‘অনুপ গোলদারের গোডাউন ঘর নিয়ে অনুপম রায় যে ঘটনা ঘটিয়েছে সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এর দায়ভার সমিতি কর্তৃপক্ষ বহন করবে না।’
তিনি একটি প্রশ্নের জবাবে আরো বলেছেন, ‘অনুপম রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিছুদিন আগে সে সমিতির অনুকুলে থাকা স্বর্ণ আত্মসাৎ করার চেষ্টা করেছিলো। পরবর্তিতে বিষয়টি জানাজানি হলে স্বর্ণগুলো ফিরিয়ে দেয়। অর্থাৎ তার ব্যাপারে কিছু বলতে চাইনা।’
সবমিলে অনুপম একটা খেচালে এবং চিটিংবাজ লোক। মানুষকে নানাবিধ ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া হলো তার প্রধান কাজ। এমন মন্তব্য করেছেন থুকড়া বাজার এলাকার ফুচকা বিক্রেতা উজ্জ্বল খা। তিনি জানান, রামকৃষ্ণপুর চাতালে ওই অনুপম রায় ফুচকা খেয়ে দাম বেশি হওয়াতে ফুচকাওয়ালার সব মালামাল রাস্তায় ফেলে নষ্ট করে দেয় এবং তাকে তাড়িয়ে দেয়। পরবর্তিতে জরিমানা দিয়ে মাপ চেয়ে মিটিয়ে নেয় ওই অনুপম। অনুপম রায়ের বিরুদ্ধে এমন নানাবিধ অভিযোগ রয়েছে এলাকার বহু মানুষের।
এ বিষয়ে অনুপম রায় বলেন, আমি অনুপকে মারিনি বরং সেই আমাকে মেরেছে। তার বউয়ের চেইন ছিড়ে নেওয়ার ঘটনা মিথ্যা। তবে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য তিনি বিভিন্ন মানুষকে ধরছেন।
এ বিষয়ে রংপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য পারভীন আক্তার জানান, জায়গা নিয়ে অনুপ গোলদার ও অনুপম রায়ের যে বিরোধ এটা শালিশী মিটিংয়ের মাধ্যমে মেটানো যেতো। কিন্তু অনুপ গোলদারের বাড়িতে যেয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের মারধর করাটা ঠিক হয়নি অনুপম রায়ের। আমি এর তীব্র নিন্দা জানাই। আইন হাতে তুলে নেওয়াটা মোটেও ঠিক হয়নি তার।