পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে সানজিত দেব নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরমন্ডলহাটের কাহারপাড়া গ্রামে।
নিহত শিশুটি ওই গ্রামের কাঠমিন্ত্রি আমানন্দ দেবেরে একমাত্র সন্তান। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে খেলার সময় শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোজাখুজির একপর্যায়ে শিশুটিকে বাড়ির পাশের পুকুরের পানিকে ভাসমান অবস্থায় দেখতে পায়।
পরে তাকে সেখান থেকে উদ্ধার করে মন্ডলহাটে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান। বোদা সদর ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।