বরগুনার পাথরঘাটায় ৯ জুনের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন ও মোস্তফা গোলাম কবিরের কর্মী ও সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
এ সময় চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনসহ সহ উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। (৩০/০৫/২০২৪) বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কাকচিড়ার কাটাখালী বাজারে হামলার ঘটনা ঘটে।
পাথরঘাটা প্রেসক্লাবে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবির শুক্রবার বেলা সোয়া ১২টায় সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনের নেতৃত্বে অন্তত ২০টি মোটরসাইকেলে মহড়া দিয়ে রামদা, ছ্যানা নিয়ে কাকচিড়ার কাটাখালী বাজারে আমার দোয়াত কলম প্রতীকের কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় এতে আমার অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর ১৬ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পক্ষের আহতদের পাথরঘাটা হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, পাথরঘাটা হাসপাতালে আমার দোয়াত কলমের আহত কর্মী-সমর্থক ও তাদের সঙ্গে থাকা লোকজনের ওপর আবারো দফায় দফায় হামলা চালায় প্রতিপক্ষ এনামুল হোসেনের কর্মী সমর্থকরা। এতে নতুন করে আরো অন্তত ২০ জন আহত হয়। তবে প্রতিদ্বন্দী প্রার্থী এনামুল হোসাইনের আহত বিষয়টি চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবির অস্বীকার করেছেন।
এ সময় পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু, রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম, কাঠালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ খান, অপরদিকে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন অভিযোগ করে বলেন, নির্বাচনের শুরু থেকেই কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর ছেলে রাজন আহম্মেদ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা গোলাম কবিরের পক্ষ নিয়ে আমার (এনামুলের) কর্মী সমর্থকদের প্রতিক্ষনে হুমকি ধামকি দিয়ে আসছে। একই সঙ্গে ওই এলাকায় আমার নির্বাচনী কার্যালয়ের চেয়ার টেবিল ভাংচুর করেছেন।
বৃহস্পতিবার আবারো ভাংচুরের চেষ্টা করছেন এ খবর পেয়ে রাত দশটার দিকে ওই এলাকায় গিয়ে আমার ও আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় রাজন আহমেদ ও তারসাথে থাকা লোকজন। এতে আমার মাথায় ধাড়ালো অস্ত্রের আঘাতসহ আমার ডান হাতের কব্জি ভেঙ্গে যায়। এ সময় আমার আরও ৯জন নেতা কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও অপর ৯ জন পাথরঘাটা হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, সন্দেহভাজন নডজনকে আটক করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হবে। কোন পক্ষ এখন পযন্ত লিখিত অভিযোগ দেয়নি।