দলিল লেখকদের দক্ষতা বৃদ্বি, স্বচ্ছতা ও জবাব দিহিতার লক্ষে বেগমগঞ্জ সাব-রেজিষ্টারী অফিস চত্ত্বরে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতি বার সকাল ১০টায় দিন ব্যাপি ওই কর্মশালা শুরু হয়। এতে সভাপতিত্ত্ব করেন বেগমগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি সামুছ উদ্দিন সোহেল। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর সাব রেজিষ্টার স্বদেশ চন্দ্র চন্দ। বক্তব্য রাখেন বেগমগঞ্জ সাব-রেজিষ্ট্রার এস.এম আবু মুছা, সেনবাগ সাব রেজিষ্টার মোঃ মোস্তফা ইসমত আরা পাশা, অফিস প্রধান সহকারী হাবিব উল্যা, দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মুহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ। সভাপরিচালনা করেন মহিন উদ্দিন বাবুল। সভায় বক্তাগন বলেন, রেজিস্টারি বিভাগ সমাজ সেবা মুলক প্রতিষ্ঠান। জনগণের স্বার্থ রক্ষায় এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত দক্ষতা ও জবাব দিহিতার মাধ্যমে কাজ করলে জনগণ সুবিধা ভোগ করবে। ফলে এই সংস্থার সুনাম বৃদ্বি পাবে। তাই সকলে সচেতন ভাবে দ্বায়ীত্ত্ব পালন করার আহবান জানানো হয়।