‘‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় কাপাসিয়া থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আসুন সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।