রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেল ৪ টায় নৈহাটী ইউনিয়নের ৬নং নেহালপুর, শ্রীরামপুর, দেবীপুর ও কিসমত খুলনা গ্রামবাসীর উদ্যোগে মিস্ত্রিপাড়া এলাকার গোপাল রায়'র বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিব।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আবদুর রাজ্জাক শেখের সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড আ'লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. আসাবুর রহমান এবং উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত দে এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দাস, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলু, নৈহাটী ইউনিয়ন আ'লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, আ'লীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, জেলা মহিলা আ'লীগের তথ্য এ গবেষণা বিষয়ক সম্পাদক জিনাত রেহেনা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী ইউপি সদস্য লিপিকা রাণী দাস, আবুল কালাম মীর, আবু তাহের শেখ, আনোয়ার মীর, মো. মোতালেব খান, মো. মোজাফফর হোসেন, আবু তালেব, সুজন মাহমুদ, বাদশা শেখ, মো. মোশাররফ মোল্লা, ওমর ফকির, মন্টু দাস, শিবু, আবু, শুব্রত রায়, দেব্রত রায়, অভিজিৎ দাস, অলোক রায়, সাধন দে, কোমল রায়, মো. শোহাগ ফারাজী, মো. ফারুক মীর, মিলন কাজী, মেহেদী হাসান, লিটন শেখ, চির দাস প্রমুখ।