শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল এবং মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের সাথে সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন বলেন-শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতির বিরুদ্ধে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। আয়োজিত মতবিনিময় সভায় ঝিকরগাছা উপজেলার প্রায় ৮০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন মাদ্রাসা এবং স্কুলের প্রধানদের নিকট জানতে চান-আপনাদের প্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য এবং কমিটি গঠন সম্পর্কে কোন অসুবিধা আছে কিনা। প্রতিষ্ঠান প্রধানেরা-উন্মুক্ত আলোচনার টেবিলে কেউই প্রকৃত কথা তুলে ধরেননি। তারা মূল আলোচনার বিষয়ে পাশ কাটিয়ে প্রতিষ্ঠানের খুঁটিনাটি সমস্যার বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য তৌহিদুজ্জামান তুহিন বলেন-শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতির ব্যাপারে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের কোন দুর্নীতি সহ্য করা হবে না।
মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ,থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম, কামরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ। মত বিনিময় সভা শেষে একাধিক প্রতিষ্ঠান প্রধানেরা এই প্রতিনিধিকে জানান, উন্মুক্ত আলোচনার টেবিলে দুর্নীতির কথা বলা সম্ভব নয়। প্রতিষ্ঠান প্রধানদের সাথে মাননীয় সংসদ সদস্য মহোদয় যদি পৃথকভাবে আলোচনা করেন তাহলেই দুর্নীতি রোধ করা সম্ভব। তবে আমরা প্রত্যেকেই সংসদ সদস্য মহোদয়ের দুর্নীতির মূল উৎপাটনের আন্তরিকতা দেখে খুশি হয়েছি।