ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই জন পানাচাষীকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেছে কালীগঞ্জ পানচাষী সমিতি। বৃহস্পতিবার বিকালে উপজেলার শালিখা গ্রামের রমজান আলী ও সিমন্ত গ্রামের অনিল দাসকে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে নগদ অর্থ প্রদান করে কালীগঞ্জ উপজেলা পান চাষী সমিতির সভাপতি অধ্যাপক চঞ্চল সেন, সাধারন সম্পাদক আকবর আলী শেখ ও অর্থ সম্পাদক বিষœু দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতিটির সাবেক সভাপতি বিশ্বনাথ দাস, সাবেক সাধারন সম্পাদক জাহিদ হোসেন সহ সমিতির কার্যনির্বাহি কমিটির সদস্যরা।
অর্থ বিতরন শেষে কালীগঞ্জ উপজেলা পানচাষী সমিতির সভাপতি অধ্যাপক চঞ্চল সেন জানান, উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের পাশে আমরা দাঁড়ানো চেষ্টা করছি। তবে দুঃখজন ব্যপার হলো, এ পর্যন্ত উপজেলার যত গ্রামে পান ক্ষেতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তার কোনটির ক্লু আজ পর্যন্ত জানা যায়নি।