ঘুর্ণিঝড় রিমাল এর তান্ডবের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পাঁচ সহ¯্রাধিক পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ কারেন।
এসময় তিনি বলেন পর্যায় ক্রমে সরকারী এবং নিজস্ব তহবিল থেকে আরো সার্বিকভাবে সহায়তা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, ওসি হূমায়ুন খবির, ভাইস চেয়ারম্যান মৃদূল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন সহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০কেজি চাল, ১কেজি করে ডাল, সোয়াবিন তেল, লবন, আলু।