নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের হাঁক ডাক। ওই শিয়ালের দিক-বেদিক ছোটাছুটির কারণে বিমানের ফ্লাইট অবতরনে বিলম্ব হচ্ছে। বিমান কর্তৃপক্ষ জানান ২৫ মিনিট দেরিতে একটি বিমান অবতরণ করেছে। শুক্রবার ৩১ মে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিমানের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজটি ঢাকা থেকে উড্ডয়ন করে। সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে সেটি অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের সময় রানওয়েতে একটি শিয়ালকে দিক-বেদিক ছোটাছুটি করতে দেখেন বিমানের পাইলট। এমন পরিস্থিতিতে উড়োজাহাজ অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। পরে নিরাপত্তাকর্মীরা শিয়ালটিকে তাড়িয়ে দিলে প্রায় ২৫ মিনিট দেরিতে উড়োজাহাজটি অবতরণ করে।
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের চারপাশে রয়েছে বাঁশঝাড়। সেখানে শিয়ালের বসবাস। এরা সকাল ও রাতে বের হয়। তবে নিরাপত্তা দেয়াল পার হয়ে কিভাবে শিয়াল রানওয়েতে এলো তা প্রশ্নবিদ্ধ। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি বড় কিছু নয়।
উড়োজাহাজ অবতরণে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই উড়োজাহাজের এক যাত্রী বলেন, ‘উড়োজাহাজটি এমনিতে ২০ মিনিট দেরিতে ছেড়েছিল। সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে নামার সময় একটি শিয়াল নজরে আসে। তখন পাইলট উড়োজাহাজটি আবার ওপরে তুলে নেয়া হয়। এরপর সৈয়দপুরের আকাশে কয়েক বার চক্কর দিয়ে অবশেষে অবতরণ করে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।