বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ব্যক্তিগত দ্বন্দ ভুলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দল ও দেশের জন্য কাজ করতে হবে। একইসাথে দেশ বিরোধী সকল শক্তিকে মোকাবেলা করতে হবে। তিনি আজ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো : মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা সুলতানা পলিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।