সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে মাননীয় মন্ত্রীর বাসভবনে এসব চেক বিতরন করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ১২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৬ লাখ টাকার চেক বিতরন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী প্রানেশ গোয়ালা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলর তানিয়া আক্তার প্রমুখ।