ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মধুগঞ্জ বাজারের মৃত ইয়াকুব বিশ্বাসের ছেলে আনোয়ারুল আজীম আনার। ১৯৬৮ মালের ৩ মে জন্মগ্রহন করেন। তার পরিবারে চার ভাই ও ছয় বোন। আনার ছিলেন চার ভাইয়ের মধ্যে সবার ছোট। পেশায় ছিলেন একজন সাধারন ব্যবসায়ী।
আনার ছিলেন তুখোড় ফুটবল, ক্রিকেট, ভলিবল ভেলোয়াড় হিসাবে এলাকায় সুনাম ছিল। ভালো খেলায়াড় বলে সবার কাছে জনপ্রিয় ছিলেন। সেই জনপ্রিয়তা থেকে ১৯৯৩ সালে এলাকাবাসীর অনুরোধে প্রার্থী হয়ে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। ২০০৯ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। পাশাপাশি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হয়েছেন।
এমপি আনারের হত্যাকান্ড নিয়ে সারা দেশ তোলপাড় শুরু হয়েছে। নানা মানুষ তাঁর পক্ষে-বিপক্ষে মতামত পোষণ করছেন। সংশ্লিষ্টদের মতে, ছাত্রজীবনে জনপ্রিয় ফুটবলার ছিলেন। আনারের রাজনৈতিক শুরু ঝিনাইদহের কালীগঞ্জ থেকেই। ১৯৯৬ সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দেন। দর্শনার ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যাকান্ডের শিকার হলে এ হত্যা মামলায় আনারসহ আসামি করা হয় ২৫ জনকে। কুষ্টিয়ার চরমপন্থি নেতা মুকুল, শাহীন রুমী, পরিতোষ ঠাকুর, আনারসহ ১৯ জনের বিরুদ্ধে পরের বছর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১২ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ, আনারসহ বেশ কয়েকজন ওই মামলা থেকে অব্যাহতি পান। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ধীরে ধীরে আনারের বিরুদ্ধে থাকা মামলা গুলো কমতে শুরু করে। ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হলে বেশির ভাগ মামলা থেকে নিজেকে মুক্ত করেন আনার। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০১৪ সালে দলীয় মনোনয়ন নিয়ে বিরোধ সৃষ্টি হয় সাবেক এমপি আবদুল মান্নানের সঙ্গে। পরে আনার আওয়ামী লীগের মনোনয়ন পেলে আবদুল মান্নানের সঙ্গে বিরোধ বৃদ্ধি পায়। তখন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। আনার ক্ষমতাসীন দলের এমপি হওয়ায় তখন থেকেই কালীগঞ্জ উপজেলাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরই জেরে ২০১৫ সালে কোলা ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আনন্দ মোহন ঘোষ খুন হয়।
আনারের মৃত্যুর খবর শুনে তার নির্বাচনি এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আত্মীয়স্বজন, নেতা-কর্মী ও শুভাকাক্ষীরা ভিড় করছেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত। প্রায়দিন চলছে মানব বন্ধন ও প্রতিবাদ সভা। এ সময় দলীয় নেতা-কর্মীরা এমপি আনারের হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পেশায় ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কালীগঞ্জ মটর মালিক সমিতির সাধারন সম্পাদক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সভাপতি ছিলেন। তিনি একজন ক্রীড়া সংগঠক আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে তার নেতৃত্বাধীন দল কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা বিভাগের সর্বশ্রেষ্ট ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনো তাকে পুলিশ প্রটোকল ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটর সাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই যে কোনো গ্রামে পৌঁছে যেতেন। যশোর ঝিনাইদহে গেলে ও মটর সাইকেলে যতেন। তার কাছে গরিব-দুঃখী অথবা কেউ কোনো কাজ নিয়ে গেলে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করতেন। দলীয় নেতা-কর্মীদের অনেকের বিপদ-আপদে ছুটে যেতেন। কেউ অসুস্থ হলে দলমত নির্বিশেষে তাকে দেখতে যেতেন। এমনকি গাড়ি না পাওয়া গেলে নিজে চালিয়ে তিনি রোগীদের হাসপাতালে ভর্তি করাতেন।
তিন দশকের বেশি সময় ধরে মানুষের সেবা করেছেন। একাই মোটর সাইকেলে চড়ে কখনও একজনকে নিয়ে এলাকার মানুষের খোঁজ নিতেন। অ্যাম্বুলেন্সের চালক না থাকায় নিজেই অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স চালিয়ে যশোর সদর হাসপাতালে পৌঁছে দিতেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনি এলাকার গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে দেখা করেছেন, সমস্যার কথা শুনেছেন এবং সমাধান করেছেন। সবচেয়ে আলোচিত বিষয় এলাকায় যেকোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে যেতেন এবং শোকাহত পরিবারকে সান্তনা দিতেন। এমনও হয়েছে একদিনে ১০ মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে স্বজনদের সান্তনা দিয়েছেন। এমপি আনারের রাজনৈতিক উত্থান ঝিনাইদহের কালীগঞ্জ থেকেই তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আনার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন। চারদলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার। স্থানীয় নেতাকর্মীদের অনেকে মনে করছেন, পুরোনো ব্যবসায়িক দ্বন্দ কিংবা অন্য কোন বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে তার পূর্বপরিচিত কেউ জড়িত থাকতে পারে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন, আনার হত্যাকান্ডে আমরা মানসিক ভাবে কষ্ট পেয়েছি। একজন সংসদ সদস্য চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হবেন কখনও ভাবা যায় না। তার মৃত্যুতে আমরা ও কালীগঞ্জবাসি ক্ষতিগ্রস্থ হল এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, তিনি ভারতে গিয়েছিলেন কানের চিকিৎসার জন্য। ১০ দিন পর হত্যাকান্ডের কথা শুনে হতবাক হয়েছি। এখনও মরদেহ পাওয়া যায়নি। কারা কেন হত্যা করেছে, তাও জানি না। তবে আমরা হত্যাকারীদের বিচার চাই। আনারের হত্যাকান্ডের কারণ নিয়ে এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই। ঠিক কী কারণে দীর্ঘদিনের বন্ধু আকতারুজ্জামান শাহীন এমন নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো অজানা পরিবারসহ তার অনুসারীদের। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসা খুনের কারণ নিয়েও তার নির্বাচনী এলাকায় চলছে নানা আলোচনা। এমপি আনোয়ারুল আজিমের অনুসারীসহ কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তার ঘটনাবহুল জীবন সম্পর্কে জানা গেছে। কর্মজীবনের শুরুতে বাবার সঙ্গে কালীগঞ্জ বাজারে মাছের ব্যবসা করতেন আনোয়ারুল আজিম। এ সময় এলাকায় তার আরও একটি পরিচয় ছিল ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে। একই সঙ্গে তিনি ক্রিকেটও খেলতেন। যার কারণে এলাকার তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। ১৯৯৩ সালে যখন বিএনপি ক্ষমতায় তখন তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডে কমিশনার হিসেবে নির্বাচন করেন। ১৯৯৬ সালে যুক্ত হন আওয়ামীলীগে। তাকে সে সময় আওয়ামী লীগে নিয়ে আসেন বর্তমান কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান ও আবদুল মান্নান। এরপর বিএনপি’র শেষ সময়ে একাধিক মামলার কারণে ভারতে চলে যান। ২০০৪ সালে পৌরসভায় মেয়র নির্বাচন করে হেরে যান তিনি। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হলে দেশ ছেড়ে পালিয়ে যান। ২০০৮ সালে তার বিরুদ্ধে ইন্টারপোল ওয়ারেন্ট জারি করে। ওই বছরের শেষে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে কালীগঞ্জে ফিরে আসেন তিনি। ২০১০ সালে উপজেলা পরিষদ নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১৪ সালে আওয়ামী লীগের টিকেটে এমপি হওয়ার পর থেকে কালীগঞ্জে শুরু হয় আনোয়ারুল আজিমের একচ্ছত্র শাসন। আস্তে আস্তে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোতে নিজের অনুসারীদের ক্ষমতায়ন করেন। অন্যদিকে হত্যাকান্ডের প্রধান মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত পার্শ্ববর্তী কোটচাঁদপুরের বাসিন্দা আকতারুজ্জামান শাহীনের সঙ্গে এমপি আনারের সম্পর্ক প্রায় ৩০ বছরের। যদিও এলাকাবাসীর কাছে শাহীন নামটি বেশ অজানা এমনকি শাহীনের এলাকার মানুষও ঠিকমতো তাকে চেনে না।