বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাটমোহর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কে এম আনোয়ারুল ইসলামের বাসভবনে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনায় অংশ নেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, আসাদুজ্জামান আরশেদ, আঃ কুদ্দুস আলো প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।