ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত জেলার বানারীপাড়া উপজেলার শতাধিক পরিবারের মাঝে শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তার খাবার বিতরণ করা হয়েছে। বরিশাল-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এসব খাবার বিতরণ করেছেন।
সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা পরিষদের হলরুমে ইউএনও ডাঃ অন্তরা হালদারের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এমপি বলেছেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। বিশেষ বরাদ্দের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে। এ সময় পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।