সাংবাদিক ফাহিম ফিরোজসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বেলা এগারোটার দিকে নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের আয়োজনে বরিশাল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিঠুন সাহা, সংগঠনের যুগ্ন সম্পাদক সালাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক শাওন খান, সাংবাদিক আরিফুর রহমান, এম মিরাজ হোসাইন প্রমুখ। বক্তারা বরিশাল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি ফাহিম ফিরোজ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত ২৮ মে বিকেলে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার পুল এলাকার বাসিন্দা মৃত সোবাহান খলিফার ছেলে শিপন খলিফা ও শাহাদাতের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল সাংবাদিক ফাহিম ফিরোজ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। হামলায় সাতজন আহত হয়েছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।