তামাকমুক্ত দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে তামাকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি বলেন, তামাক শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতি নয়, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশেরও ব্যাপক ক্ষতি করে। তাই নিজে বাঁচার জন্য এবং পরিবার ও সমাজকে বাঁচানোর জন্য তামাক পরিহার করতে হবে। মাদক ও তামাক পরিহার করুন এবং মাদক, তামাক মুক্ত বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করুন। শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা সিভিল সার্জন নুয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মো: নুরুর আবছার প্রমুখ।
সভায় তামাকের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামুলক বণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়।