ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ বৃহস্পতিবার ৩০ মে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা সদর এবং ঈদগাঁও উপজেলা সদরে সকালে পৃথকভাবে চেয়ারম্যান ও সদস্যরা এ শপথে অংশ নেন। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এতে অনুষ্ঠান শেষে শপথনামায় স্বাক্ষর করেন ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক এবং পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তালেব। ঈদগাঁও উপজেলা প্রশাসনের অস্থায়ী সভাকক্ষে ইউপি সদস্য ও সদস্যাদের শপথ পড়ান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা সহকারী জনসাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। জেলা ও উপজেলা প্রশাসন নবনির্বাচিতদের জন্য এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পর্যায়ে পাঁচজন চেয়ারম্যান এবং উপজেলা পর্যায়ে ষাটজন সদস্য-সদস্যা শপথ নেন। অনুষ্ঠান দুইটিতে চেয়ারম্যান ও মেম্বারদের শুভাকাক্সক্ষী ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।