লালমনিরহাটের আদিতমারীতে ঝড়ে হেলে পড়া গাছের ডাল কাটতে গিয়ে সন্তোষ কুমার (৪৫) নামে এক যুবক গাছের ডালে চাপা পড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে)দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা চাত্রারপাড় গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সন্তোষ কুমার ওই এলাকার প্রফুল্য কুমারের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে এলাকায় হঠাৎ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় আসে। সেই ঝড়ে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও গাছপালা উপড়ে পড়ে। ঝড়ে সন্তোষ কুমারের বাড়ির একটি গাছ হেলে পড়ে যায়। তার হেলে পড়া গাছটির ডাল কেটে পরিস্কার করতে গিয়ে গাছের মোটা একটি ডাল তার শরীরের উপরে পড়লে সেই ডালের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম কাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পর সাথে সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে মেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা কেন। বিষয়টি দুঃখজনক'।