নিরব ঘাতক তামাককে না বলার আহবান জানিয়ে সারা দেশের ন্যায় পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগেও শুক্রবার সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ১০টায় এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল ওহাব। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার সিপরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সেলিম মোর্শেদ। শেষে এ-সংক্রান্ত এক র্যালি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।