তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল ১০ টায় কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।র্যালি শেষে কচুয়া উপজেলা সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাক্তার মনি শংকর পাইক,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার হাদিউজ্জামান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কচুয়া থানার ওসি তদন্ত প্রভাস মল্লিক,সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস,সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী।এছাড়াও জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কচুয়া বাজার ব্যবসায়ী,বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।