বিরলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে ঘর-বাড়ী ভেঙ্গে গেছে, ঘরের ছাউনী উড়ে গিয়ে খোলা আকাশের নীচে আছে অনেক পরিবার। লন্ডভন্ড গাছপালা উল্টে বিদ্যুৎ সরবরাহ টানা প্রায় ১২ ঘন্টা পর সচল হলেও অনেক স্থানে এখনও বিদ্যুতের খুঁটি ভেঙ্গেসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়কের উপর গাছপালা পরে গিয়ে যানবাহন চলাচলের বিঘ্ন ঘটায় অনেক সড়কে দিনব্যাপী চলছিল গাছ অপসারণের কাজ। শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী জানান, যে সকল স্থানে সড়ক ও ঘর বাড়ীর উপর গাছ পরে ক্ষতি হয়েছে সেসকল স্থানে গাছ ও ডালপালাগুলো অপসারণ করা হচ্ছে। ঝড়ের পর থেকে বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে তাৎক্ষণিকভাবে দাঁড়ানো হয়েছে। উপজেলা প্রশাসনকে সার্বিক পরিস্থিতি অবগত করা হয়েছে মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, ঝড়ে ধান ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে গেছে। ত্রাণ সহায়তা পেলে ক্ষতিগ্রস্থদের প্রদান করা হবে। ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন আলী, বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান ঝড়ের ক্ষয়ক্ষতি তাঃক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি।