বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার বিরল পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিরল বাজারস্থ দলীয় কার্যালয়ে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে সর্বসাধারণের মাঝে খিচুড়ী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিসদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু। পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন, শ্রমিকদল নেতা একরামুল হক চুন্নু, বিএনপি নেতা ও সাবেক মেম্বার আনোয়ার হোসেন, সাবেক মেম্বার ইস্কান্দার হাসান, বিএনপি নেতা মাদুল হোসেন, আবদুল আলীম, আবুল কালাম আজাদ, আবদুর রাজ্জাক, রাসেল প্রমূখ। কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলপরিচালনা করেন বিরল কইদিঘী এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আবদুর রহমান।