নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে দ্বন্দ্বে রাজা বাবু রায় (১৭) নামে এক যুবককে হত্যার চেষ্টা করা হয়। ওই যুবককে তার বাসা থেকে তুলে নিয়ে নির্জন পাথারে গিয়ে মারপিট করে বস্তাবন্দি করা হয়। পরে তাকে মৃত ভেবে প্রায় ১৫ কিলোমিটার দুরে খানসামা উপজেলার নলবাড়ী নামক স্থানে একটি বাঁশঝারে ফেলে দেয়া হয়। এটি ঘটেছে ২৬ মে রাতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ বড়দহ ডাক্তার পাড়ায়। এ ব্যাপারে শুভ চন্দ্র রায় জানান, বসতভিটার সাড়ে ৭ শতক জমি নিয়ে প্রতিবেশী প্রফুল্ল চন্দ্র রায় গং এর সাথে বিরোধ চলে আসছে প্রায় ১০ বছর থেকে। ওই প্রতিবেশীর অত্যাচার সহ্য করতে না পেরে বসতভিটা ছেড়ে অন্যত্র এসে অন্যের জমিতে ঘর বেঁধে সেখানে স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ গত ২৬ মে রাতে ২টি মোটরসাইকেলে ৪ জন মুখোশ পড়া লোক এসে দরজায় ডাকতে থাকে, বাড়ীতে কেউ আছেন। তাদের ডাকে সাড়া দিতে বাড়ীর দরজা খুলে দেয় ছেলে রাজা বাবু রায়। দরজা খোলামাত্র ওই ৪ জন রাজা বাবু রায়ের মুখে টেপ দিয়ে জোড়পুর্বক মোটরসাইকেলে তুলে কোথায় যেন নিয়ে যায়। আমরা সবাই চিৎকার করতে থাকি কিন্তু কেউ এগিয়ে আসেনি। পরে ছেলেকে খুঁজতে থাকি এবং বিষয়টি স্থানীয় থানায় অবহিত করি। পরদিন লোকমুখে জানতে পারি খানসামা উপজেলার গোয়ালদিহী ইউনিয়নের নলবাড়ী নামক স্থানে একটি বাঁশঝাড়ে বস্তাবন্দি যুবক পাওয়া গেছে। এলাকার লোকজন তাকে সৈয়দপুর সরকারী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায়। সেখানে দুইদিন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ীতে ফেরে রাজা বাবু।
প্রত্যক্ষদর্শী চিত্র বাবু (৭৫) ও জগদীশ রায় (৭০) জানান, রাতে কে বা কারা ওই যুবককে মেরে বস্তায় ভরে দোলার বাঁশঝাড়ে ফেলে দিয়ে যায়। ফজরের নামাজের পর ওই পথ দিয়ে ভ্যান ও অটো নিয়ে দুইজন যাচ্ছিল। তারা বাঁশঝাড়ে মানুষের গোঙ্গানীর শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান বস্তায় মানুষ। চিৎকার করলে ওই সময় রাস্তা দিয়ে চলাচলকারী মানুষজন জড়ো হন। এরপর গ্রামের শতাধিক মানুষ দেখার জন্য বাঁশঝাড়ে ভীর করে। তারপর বস্তার মুখ খুলে দেখতে পায় এক যুবক। তার মুখে ফেনা। দ্রুত তাকে সৈয়দপুর সরকারী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। আহত রাজা বাবু জানায়, তার মুখে টেপ মারা হয়। তারপর বাড়ী থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে একটি দোলায় নেয়া হয়। সেখানে দুইজন লোক তাকে বস্তায় ভরে। বস্তার মুখ বন্ধ করে বেধড়ক মারপিট করে। মুখ বন্ধ থাকায় চিৎকার করতে পারেনি সে। এরপর মৃত ভেবে তাকে বাঁশঝাড়ে ফেলে চলে যায়। রাজা জানায়,তার মুখে যখন টেপ দেয়া হয় সে সময় তার চোখ খোলা ছিল। সে দুইজনকে চিনে ফেলে। রাজার মা মুক্তা রায় জানান,জমি নিয়ে দ্বন্দ্বে সুবাস চন্দ্র রায়, প্রফুল্ল চন্দ্র রায়, বাবু চন্দ্র রায় ও বাঁধন চন্দ্র রায় আমার ছেলেকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। তাই সৈয়দপুর থানায় ছেলের বাবা শুভ চন্দ্র রায় বাদি হয়ে তাদের নামে অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম জানান,অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।