রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪ টায় খুলনা জেলা অটোরিকশা, অটো টেম্পু মাহেন্দ্র মালিক সমিতি ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পূর্ব রূপসা মাহেন্দ্র স্ট্যান্ডে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম।
মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি মো. নাজির শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. কবির শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা আবুল হাসান বেপারি, মো. আবু তালেব, মাহেন্দ্র শ্রমিক নেতা মো. মাহমুদুল হাসান, মো. জালাল শেখ, আজগর হোসেন, রবিউল ইসলাম বাবু, মো. মুক্তার হোসেন, সাইফুল বিশ্বাস, হামিন শেখ, মো. ফয়সাল শেখ, বাদল শিকদার, আলতাফ শেখ প্রমুখ।