সমাজের বাস্তব চিত্রকে ফুটিয়ে তুলে দেশকে এগিয়ে নিতে নাটককে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতেন থিয়েটার ঢাকার সাধারণ সম্পাদক, নবযুগ প্রকাশনী ও রিডার্স ওয়েজের কর্ণধার প্রয়াত অশোক রায় নন্দী। তিনি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই। ৩০ মে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রী কলেজে প্রয়াতের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, রবিন্দ্রনাথ বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান মিয়াজির পরিচালনায় সভায় প্রয়াতের প্রতি শ্রদ্ধা রেখে স্মৃতিচারণ করেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য সৈয়দ আহমদ পাটওয়ারী, ফরক্কাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার, মোঃ আবদুল মালেক মিজিসহ অন্যরা।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসডু পাটোয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম দেওয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম পাটোয়ারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
স্মরণসভা উপলক্ষে এদিন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে তার বড় ভাই প্রয়াত অশোক নন্দির শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দল মত এবং ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ, সুধিজন এবং সর্বস্তরের শত শত মানুষ ওই অনুষ্ঠানে উপস্থিত হন এবং তাদের মাঝে খাবার পরিবেশন করা হয়।