ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা গত বুধবার বিকালে আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক। গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক এর সভাপতিত্বে আরও সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতি, কান্দিপাড়া সাংগঠনিক শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান দিদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া। সভায় আগে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।