যশোরের ঝিকরগাছা উপজেলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার অনুষ্ঠান উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৪-২৫ মৌসুমী কার্যক্রম উদ্বোধন করেন। প্রধান অতিথি গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, নারিকেল চারা বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, কৃষি সম্প্রসারণ অফিসার আবদুস সামাদ। অন্যন্যের মধ্যে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন সহ স্থানীয় সাংবাদিক এবং কৃষক কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধান অতিথি ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকের হাতে তুলে দেন।