আসন্ন ঈদতে ঘিরে ট্রেনে মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে রেলওয়ে। আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে ২ জুন থেকে আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম বিক্রি করার প্রস্তাব জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে। তবে রেল সূত্র বলছে, এটি চূড়ান্ত তারিখ নয়। অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ চূড়ান্তভাবে সংবাদ সম্মেলনে জানানো হবে। সক্ষমতা অনুযায়ী এবার ঈদে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলে মোট ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে সর্ব প্রথম ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি বন্ধ করতে হবে। কেননা, টিকিট কালোবাজারি চক্রের দৌরাত্ম্যে স্বস্তির ট্রেন ভ্রমণ বিষাদে পরিণত হয়েছে। রেলের টিকিট পাওয়া এখন অনেকটা সৌভাগ্যের বিষয়। নানা সমালোচনা, নানা উদ্যোগ নিয়েও অনেক বছর থেকে টিকিট নিয়ে যাত্রীদের ভোগান্তি কিছুতেই লাঘব করা যাচ্ছে না। দালাল, সিন্ডিকেটের জিম্মি দশা থেকে মুক্তি পায়নি টিকিট। অনলাইনে টিকিট উন্মুক্ত করার পর মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় টিকিট। মজুত করে নিজেদের সংরক্ষণে রাখে সিন্ডিকেট চক্র। এসব সিন্ডিকেট চক্রের কারণে সাধারণ যাত্রীরা পাঁচ্ছেন না তাদের কাঙ্খিত টিকিট। রেলস্টেশনে কর্মরত অসাধু কর্মচারী, সহজ ডটকমের অসাধু কর্মকর্তা, সার্ভার রুম ও আইটি সদস্যদের সহযোগিতায় ট্রেনের টিকিট কালোবাজারি করে। এ ছাড়া সংরক্ষণ করা জনসাধারণের এনআইডির তথ্য ব্যবহার করে এমনকি সার্ভার ডাউন করে অনলাইনে টিকিট সংগ্রহ করা হয়। টিকিট কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে অবৈধভাবে নিজেদের কাছে মজুত করে রেখে সাধারণ যাত্রীদের কাছ দেড় থেকে দুই গুণ বেশি দামে টিকিট বিক্রি করছে। এ সময় টিকেটের চাহিদা বেশি থাকায় টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্যও বেড়ে যায়। তাই এ সিন্ডিকেট থেকে মুক্তি পেতে হলে,যারা অনলাইনে টিকেট নিতে পারেন না তাদের জন্য স্টেন্ডিং টিকেটের ব্যবস্থা করতে হবে। টিকিট তদারকি করতে কঠোর নির্দেশ দিতে হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চত করতে রেলের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সতর্ক ও তৎপর থাকাসহ রেলের দুর্নীতি কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আশা করি তাহলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।