ভোলার দৌলতখানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। আজকের এইদিনে ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। এরপর থেকে বিএনপি ও সমমনা দল এবং এর অঙ্গসংগঠনগুলো দিনটিকে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসাবে পালন করে আসছে। দিবসটি পালন উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে দৌলতখান উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকালে উপজেলা দলীয় অফিসে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, বিএনপি নেতা নাজিম উদ্দিন হাওলাদার, গোলাম কবির স্বপন, নিজাম উদ্দিন ভূঁইয়া, জুয়েল তালুকদার, ফরিদ মাস্টার, আলমগীর মিয়া, সুমন খান, কাজী কামাল, হাজী আকবর হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী ইব্রাহীম। দোয়া মোনাজাতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এ ছাড়া অসুস্থ ও কারা বন্দি ও নির্যাতিত বিএনপি কর্মীদের মুক্তিসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।