জেলার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাতারচর এলাকায় বৃহস্পতিবার দুপুরে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ট্রলার থেকে দুইটি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে ওই অভিযানে দুইজন জেলেকে আটক করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে নয়শ’ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন।