বাগেরহাটের শরণখোলায় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় টাওয়ার ও বস্তা পদ্ধতি ব্যবহার করে বসতভিটাকে সবজি চাষের আওতায় এনে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ, আর্থিকভাবে লাভবান ও সম্প্রসারনে অবদান রাখায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার কৃষক সাইফুল ইসলামকে পুরষ্কৃত করা হয়েছে। সাইফুল ইসলাম এর সফলতার একটি সরেজিমিন সচিত্র প্রতিবেদন ২০২৩ সালের একুশে আগস্ট দৈনিক মানবকন্ঠ ও ফেয়ার নিউজ সার্ভিস লিঃ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের সুদৃষ্টি পরে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় আনুষ্ঠানিকভাবে ৮টি ক্যাটাগরিতে ৮ জন চাষিকে পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে বাগেরহাট জেলায় এ প্রকল্পের টাওয়ার ও বস্তা পদ্ধতি চাষে সম্প্রসারণের ক্ষেত্রে অবদান রাখায় উপজেলার উত্তর কদমতলা গ্রামের মহারাজ মোল্লার পুত্র সফল চাষী সাইফুল ইসলামকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ৮ জনের মধ্যে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। তার হাতে তুলে দেওয়া হয় ৫ হাজার টাকার প্রাইজবন্ড, সার্টিফিকেট, কলম, ডায়েরি ও ওয়ালেট।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনু বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা অনুবিভাগের উপসচিব সুজয় চৌধুরী, যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, সফল চাষি সাইফুল ইসলাম।
পুরষ্কার প্রাপ্ত চাষি সাইফুল ইসলাম বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার স্যারের বীজ ও সার এবং আর্থিক সুবিধা সহ পরামর্শে এ পদ্ধতিতে চাষাবাদ করে ব্যাপক সফলতা লাভ করি। আমার এ কাজে বাবা ও মা সার্বিক সহযোগীতা করেছেন। কৃষি বিভাগের পরামর্শ ও বারবার তদারকির কারনেই আমার এ সফলতা। এ চাষাবাদ পদ্ধতি দেখে এলাকায় অনেক চাষি একই ভাবে চাষ শুরু করেছেন।
শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এ প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মধ্যে টাওয়ার ও বস্তা পদ্ধতি চাষে সম্প্রসারণের ক্ষেত্রে অবদান রাখায় সফল চাষী সাইফুল ইসলামকে তার কাজের স্বীকৃতি স্বরূপ তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। সাইফুলের এ চাষ পদ্ধতি দেখে ইতোমধ্যে শতাধিক চাষি চাষাবাদ শুরু করেছেন। আমি আশাবাদী শরণখোলার প্রতিটি পরিবারে এ পদ্ধতিতে চাষাবাদ করে সফলতা অর্জন করবে। কারণ অতিরিক্ত বৃষ্টিতেও এপদ্ধতিতে চাষাবাদ করলে সবজি ক্ষতি হয় না।