পাবনার সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ আবদুল ওহাব বলেছেন সুজানগরের উন্নয়নে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের একটি পরিবারের সদস্য হয়ে কাজ করতে হবে। স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের দিকনির্দেশনায় সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা যদি এক এবং অভিন্ন মতে একটি পরিবারের সদস্য হয়ে কাজ করা যায় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুজানগরের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ যে কোন উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করা সম্ভব। আশা করি আমরা কেউ কাউকে প্রতিপক্ষ না ভেবে সকলে একটি পরিবারের সদস্য হয়ে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সততা এবং নিষ্ঠার সাথে পালন করে সুজানগরবাসীর ভাগ্যন্নোয়নে নিঃস্বার্থভাবে অবদান রাখব। বৃহস্পতিবার দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের বরণ, পরিচিতি ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির এক সভায় বক্তব্যকালে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এতে আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার সিপরা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, সুজানগর থানার এস,আই মোঃ আবুল কালাম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, আবদুল মতিন মৃধা, মশিউর রহমান খান ও শাহীন চৌধুরী। এর আগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুল ওহাব উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার সিপরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মজিদ সরদার ও ডেপুটি কমান্ডার আবদুল হাই।