সরকারের মূল্য লক্ষ্য বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকারের মূল্য লক্ষ্য বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসকগোষ্ঠী বিভিন্ন রকম কলা-কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করেছে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা শপথ নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে আরও বেগবান করা হবে। আন্দোলনের মধ্যে দিয়েই এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।