জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাগুরা বিএনপি শোক রেলি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্হ বিএনপি কার্যালয় চত্বরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আখতার হোসেনের সভা পরিচালনা করেন। আলোচনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, মাসুদ হাসান খান কিজিল, জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিম। পরে দোয়া মাহফিল শেষে শহরের বিভিন্ন সড়কে শোক রেলি বের হয়। দু:স্হদের মাঝে ছাত্রদলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।